সারাদেশ
  কক্সবাজার পৌরসভার জলবদ্ধতা নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
  06-03-2025
মােঃজানে আলম সাকী, ব্যুরো চীফ, চট্টগ্রাম : কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে পৌরসভার জলবদ্ধতা নিরসনে করণীয় নির্ধারণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অংশীজনের সাথে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জলাবদ্ধতা দূরীকরণে দরকার সঠিক পরিকল্পনা, সঠিক সমন্বয় ও পরিকল্পিত কার্যক্রম। তাই এটি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বয় করে একটি টেকসই পরিকল্পনা নেয়া হবে।

সভায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন বক্তব্য রাখেন। এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতিনিধি,আইন-শৃংখলা বাহিনীর কর্মকর্তা,পৌর কর্তৃপক্ষ,ছাত্র প্রতিনিধিসহ পর্যটন ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন,শহরের ড্রেনগুলো অবৈধ দখলের কারণে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। যার ফলে ড্রেনের পানি উপচে রাস্তা এবং বসতবাড়ি, বাড়ির আঙ্গিনা, দোকানপাটসহ ব্যবসায়িক এলাকা প্লাবিত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়।