সারাদেশ
  চট্টগ্রামে ২৪ ঘন্টায় ছাত্রলীগ যুবলীগের ৩৯ জন গ্রেফতার ;
  05-02-2025

মােঃ জানে আলম সাকী, ব্যুরো চীফ, চট্টগ্রাম : চট্টগ্রামে ২৪ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী যুবলীগের ৩৯ জন নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুর ১টা থেকে রবিবার দুপুর ১টা পর্যন্ত চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমকে  নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার ( জনসংযোগ) মো. রইছ উদ্দিন।

তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিএমপি’র বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রুজুকৃত মামলাসহ সন্ত্রাসবিরোধী আইনে মামলা আছে

গ্রেপ্তাররা হলেন- কোতোয়ালী থানার আসামি কর্ণফুলী থানার শিকলবাহা ইউপি যুবলীগের সক্রিয় কর্মী  মো. মামুন (৩৭), পাঁচালাইশ থানার আসামি মো. আবুল কালাম আজাদ (৩৩),  মো. শামীম (২৪),  মো. হাসান (২৫),  মো. এনামুল হক প্রকাশ সাগর, ছোটন নাথ (৩২), বায়েজিদ বোস্তামী থানার আসামি মো. ইমরান হোসেন (৪০), শাহ জালাল ফিরোজ (৩৪), আব্দুল মোনাফ (৩৫), কর্ণফুলী থানার আসামি কর্ণফুলী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর বাদশা (৪২), সদরঘাট থানার আসামি মো. রিপন মিয়া (৪১),  মো. সাজ্জাদ হোসেন (২৫)।

এছাড়া সদরঘাট থানায় চট্টগ্রাম মহানগর মুক্তিযুদ্ধ ছাত্র মঞ্চের সক্রিয় নেতা সাব্বিরের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় কর্মীদের মিছিলসহ সন্ত্রাসী কার্যক্রমের প্রস্তুতিকালে সাব্বির হোসেন (২৩), মোহাম্মদ সাজিদ ইরফান (২০), কামরুল ইসলাম ওয়াসিম (১৯), সাজ্জাদ হোসেন মারুফ (২০), আবু বক্কর সিদ্দিক (২৩), মোহাম্মদ শাহিদ সাব্বির (২২) তন্ময় দাশ (২৩), নিলয় শীল (২৩), কৌশিক ধর (২২) ও সোলেমান আহমেদসহ (২৫) ১০ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে পাহাড়তলী থানার আসামি মোহাম্মদ কুরবান আলী হোসেন হৃদয় (২০), পাহাড়তলী থানা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো. রায়হান (২২), আকবরশাহ থানার আসামি মো. জিসান (২৪),  মো. হানিফ সুমন প্রকাশ লম্বা সুমন (৪২), চান্দগাঁও থানার আসামি মো. মনির (৩৭), বাকলিয়া থানার আসামি খোরশেদ আলম (৫০), বাকলিয়া থানার শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহম্মদ সেলু (৪০), আনোয়ারা সরকারি কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক  মো. মাছুদ (২৫), আবুল মোকারম সাকিব (২৭), ইপিজেড থানার আসামি মো. কাঞ্চন মোল্লা (৪৫), হাসান আলী (৪২)।

বন্দর থানার আসামি বন্দর থানা ছাত্রলীগ আন্তজার্তিক বিষয়ক সম্পাদক মো. সালাহউদ্দিন অনিক (২৫), পতেঙ্গা মডেল থানার আসামি মো. তসলিম (৩৮), খুলশী থানার আসামি ছাত্র সংসদের সাধারণ সম্পাদক মো. মাকসুদুর রহমান (৩৪), সিফাতুল ইসলাম (জিহান) (১৮), ইকবাল হোসেন (৩৫) সহ সর্বমোট ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া একই সময়ে সিএমপির খুলশী থানা শনিবার রাতে খুলশী থানাধীন টাইগারপাস এলাকার নেভি কনভেনশন সেন্টার থেকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফখরুল আনোয়ারকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় একাধিক মামলা আছে।