উজ্জ্বল কুমার দাস, বাগেরহাট জেলা প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় দ্যা মেসেঞ্জার ইসলামিক একাডেমির শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে গত ১ ফেব্রুয়ারী শনিবার মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোশাররফ হোসেন এর সভাপতিত্বে দ্যা মেসেঞ্জার ইসলামিক একাডেমি কচুয়া বাগেরহাট এর আয়োজনে ক্রীড়া ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়ার সহকারী কমিশনার ভূমি বিজয় কুমার জোয়াদ্দার।
এছাড়াও সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,পরিচালনা পরিষদের সদস্য শিকদার মোশাররফ হোসেন,মঘিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মাসুম,দ্যা মেসেঞ্জার ইসলামিক একাডেমির পরিচালক সাংবাদিক মোঃ তুহিন খান,কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সূর্য্য চক্রবর্তী, সাংবাদিক শিকদার সাইদ সহ প্রমুখ।
এদিন বিভিন্ন ইভেন্টস মিলিয়ে ১ শত ৭৬ জনকে পুরস্কৃত করা হয়। প্লে, কেজি, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির প্রতিটি ক্লাসে পাঁচটি করে ইভেন্টস এর মাধ্যমে শিশু শিক্ষার্থীরা এদিন পুরস্কারের জন্য মনোনীত হন।
|