মােঃ জানে আলম সাকী,ব্যুরো চীফ, চট্টগ্রাম: শুধু চলতি বছরের (২০২৫) ভর্তি পরীক্ষায় ৫৪টি পোষ্য কোটা রাখার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন। এছাড়া পরের বছর পোষ্য কোটা বাতিল ও ভর্তি পরীক্ষার ফি কমানোর বিষয়ে পর্যালোচনা করতে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) ভর্তি পরীক্ষা কমিটির একটি সভায় এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ৫৪টি বিভাগ-ইন্সটিটিউটে একজন করে শিক্ষার্থী পোষ্য কোটায় ভর্তির সুযোগ পাবেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বিভিন্ন গণমাধ্যমকে বলেন, শুধু এই বছরের জন্য প্রত্যেক বিভাগে একটি করে পোষ্য কোটা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের মোট ৫৪টি বিভাগ-ইন্সটিটিউটে একজন করে শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। এ ছাড়া আমরা পোষ্য কোটা ও ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানো বিষয়ে পর্যালোচনা করতে ৭ সদস্যের একটি কমিটি গঠন করেছি। সেই কমিটি আগামী বছরের ভর্তি পরীক্ষাকে সামনে রেখে কাজ করবে।
সাত সদস্যের কমিটিতে সভাপতি করা হয়েছে চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মো. শামীম উদ্দিন খানকে। কমিটির বাকি সদস্যরা হলেন– চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক এসএম নছরুল কদির, প্রীতিলতা হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ হাসমত আলী, অধ্যাপক ড. এন এম সাজ্জাদুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এবং প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ।
|