সারাদেশ
  র‍্যাব৭এর মাদকবিরোধী অভিযান, ফ্ল্যাটে মিলল গাঁজা-ফেনসিডিল
  15-01-2025
মােঃ জানে আলম সাকী,ব্যুরো চীফ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের হালিশহর থানা এলাকার একটি আবাসিক ফ্ল্যাট থেকে ৫০ কেজি গাঁজা ও ৩৫ বোতল ফেনসিডিল জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। একইসঙ্গে মাদক কারবারের সঙ্গে জড়িত সাজ্জাদ হোসেন সজীবকে (২৮) আটক করা হয়।বৃহস্পতিবার (৯ জানুয়ারি) থানার রঙ্গিপাড়া রমনা আবাসিক এলাকার বিলকিস হাউজ বিল্ডিংয়ে এ অভিযান পরিচালনা করা হয়। আটক সাজ্জাদ রঙ্গিপাড়া এলাকার মো. সালাউদ্দিনের ছেলে।
চট্টগ্রাম র‍্যাবের উপপরিচালক মো. সাদমান সাকিব বিভিন্ন গণমাধ্যম  কে  বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক যুবক দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। তিনি কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম জেলা এবং মহানগরের বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সেবনকারীর নিকট সরবরাহ করে আসছিলেন। বৃহস্পতিবারের অভিযানে উদ্ধার মাদকদ্রব্যের আনুমানিক মূল্য আট লাখ টাকা।
আটক আসামি এবং জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।