সারাদেশ
  প্রধান উপদেষ্টার সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাক্ষাৎ
  13-01-2025
মােঃ জানে আলম সাকী,ব্যুরো চীফ, চট্টগ্রাম: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডমুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডমুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।  শনিবার এ সাক্ষাতে চবি উপউপাচার্য (একাডেমিকপ্রফেসর ডমোহাম্মদ শামীম উদ্দিন খানচবি উপউপাচার্য (প্রশাসনপ্রফেসর ডমোকামাল উদ্দিনস্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান প্রফেসর ডতোফায়েল আহমেদচাকসুর সাবেক ভিপি এস এম ফজলুল হক উপস্থিত ছিলেন। চবি উপউপাচার্য (প্রশাসনপ্রফেসর ডমোকামাল উদ্দিন বলেনপ্রধান উপদেষ্টার সাথে আমাদের একেবারে খোলা মনে আলোচনা হয়েছে। আমরা দায়িত্ব নেওয়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গত তিন মাসের বিভিন্ন কার্যক্রম স্যারকে আমরা অবহিত করেছি। স্যার খুবই সন্তোষ প্রকাশ করেছেন। ভবিষ্যতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় করা ও উচ্চশিক্ষায় অন্যান্য অবদান রাখার জন্য তিনি আমাদেরকে দিকনির্দেশনা দিয়েছেন। এর জন্য বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুখ্য সচিব ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এমসিরাজ উদ্দিন মিয়ার প্রতি।