জাতীয়
  শীতার্ত পাঁচ শতাধিক পরিবারকে কম্বল দিলো ডা:বাচ্চু
  09-01-2025

গাজীপুর প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গাজীপুরের শ্রীপুরে খালেদা জিয়ার সুস্থতায় দোয়া ও  দু:স্থ, অসহায় ও প্রতিবন্ধী পাঁচ শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক এস এম ডা. রফিকুল ইসলাম বাচ্চু।বৃহস্পতিবার বিকেলে উপজেলার টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।তেলিহাটি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সিরাজুল ইসলামের সঞ্চালনায় তেলিহাটি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সালেহ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এসএম ডা: রফিকুল ইসলাম বাচ্চু।উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সহ সভাপতি ইকবাল হাসান কাজল, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন আকন্দ, শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রমজান,তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিন ডিলারসহ বিএনপি,টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন মাস্টার,শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য এবং টেপিরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ  কমিটির সভাপতি সোহাগ সরকার,তেলিহাটি ইউনিয়ন ওলামা দলের সভাপতি আবুল কালাম কাজল বন্দুকশী,তেলিহাটি ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য শহিদুল্লাহ বন্দুকশী,হাইল বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফ বন্দুকশী,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এরশাদ সরকার,গাজীপুর জেলা ছাত্র দলের সাবেক সহ সভাপতি রানা প্রতাপ,তেলিহাটি ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি বদর উদ্দিন,তেলিহাটি ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আতিকুল রহমান বন্দুকশী,তেলিহাটি ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক সেলিম বন্দুকশী সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।কম্বল বিতরণের আগে  চিকিৎসার জন্য বিদেশে থাকা বেগম খালেদা জিয়ার সুস্থতায় সমবেত দোয়া করা হয়। দোয়া শেষে অসহায়    শীতার্ত মানুষের মাঝে পাঁচ শতাধিক  কম্বল বিতরণ করা হয়।