সারাদেশ
  বান্দরবানের নতুন ডিসি শামীম আরা রিনি
  08-01-2025
মােঃ জানে আলম সাকী,ব্যুরো চীফ, চট্টগ্রাম : পার্বত্য জেলা বান্দরবানে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ করেছে সরকার। গাজীপুর সিটি করপোরেশনের সচিব (উপসচিব) শামীম আরা রিনিকে এ জেলায় পদায়ন করা হয়েছে।
 
গত সোমবার (৬ জানুয়ারি) এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা।
 
উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর করা হবে।