সারাদেশ
  চট্টগ্রাম রাউজানের শীর্ষ সন্ত্রাসী জানে আলম গ্রেপ্তার
  05-12-2024
মােঃ জানে আলম সাকী,ব্যুরো চীফ, চট্টগ্রাম: তালিকাভুক্ত রাউজানের নোয়াপাড়ার শীর্ষ সন্ত্রাসী জানে আলমকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সোমবার রাতে চট্টগ্রাম নগরীর জামাল খান এলাকা থেকে তাকে যৌথ বাহিনীর একটি দল গ্রেপ্তার করে বলে বিভিন্ন গণমাধ্যমকে  নিশ্চিত করেছে রাউজান থানা পুলিশ। জানে আলম চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যোগাযোগবিষয়ক সম্পাদক ও নোয়াপাড়া ইউপির ৪ নম্বর ওয়ার্ডের গুহপাড়া এলাকার আবদুল ছালামের ছেলে।
রাউজান থানার ওসি শফিকুল আলম চৌধুরী সাংবাদিকদের  বলেন, সোমবার রাতে আমাদের কে র‍্যাব৭ জানিয়েছে, যৌথ বাহিনী অভিযান চালিয়ে জানে আলমকে চট্টগ্রাম নগরী থেকে গ্রেপ্তার করেছে। কিন্তু তাকে নিরাপত্তার জন্য রাউজান থানায় আনা হয়নি। পরে সকালে সেখান থেকে জানে আলমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে বেশ কিছু মামলা আছে।