সারাদেশ
  কচুয়ায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আনন্দ মিছিল
  03-12-2024

উজ্জ্বল কুমার দাস,কচুয়া(বাগেরহাট)প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি`র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে ২১ আগষ্ট মিথ্যা, ভিত্তিহীন উদ্দেশ্য প্রনোদিত,বানোয়াট গ্রেনেট হামলার মামলা থেকে আদালত কর্তৃক বেকসুর খালাস প্রাপ্ত হওয়ায় কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা শেষে মিষ্টি বিতরণ হয়েছে ।

৩ ডিসেম্বর বিকাল ৫ টায় কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের অস্থায়ী কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে কচুয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের অস্থায়ী কার্যালয়ে এসে মিছিলটি শেষ হয়।
পরে কচুয়া উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ হুমায়ূন কবিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম,কচুয়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক এনামুল হক, রফিক,কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আকবর হাওলাদার,কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নাজমুল আরমান,সাইদুল মল্লিক,নজরুল ইসলাম,মঘিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি খান সবুর,সদস্য এবাদুল মৃধা,জাকির সিকদার,মোঃ মুরাদ হোসেন সহ কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী প্রমূখ।