সারাদেশ
  চট্টগ্রামে আইনজীবী হত্যায় ৩১ জনের বিরুদ্ধে মামলা
  30-11-2024
মােঃ জানে আলম সাকী, ব্যুরো চীফ, চট্টগ্রাম: সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে কারাগারে নেওয়ার সময় ঘটে যাওয়া সহিংসতার মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার ঘটনায় মামলা হয়েছে।
পুলিশ বিভিন্ন গণমাধ্যমকে  জানিয়েছে, নগরীর কোতোয়ালী থানায় শুক্রবার রাতে আলিফের বাবা জামাল উদ্দিন মামলা দায়ের করেছেন।মামলায় ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫/১৬ জনকে আসামি করা হয়েছে বলে নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ  সাংবাদিকদের জানিয়েছেন।
 তিনি বলেন, “শুক্রবার গভীর রাতে মামলাটি কোতোয়ালী ধানায় লিপিবদ্ধ হয়।”এডিসি তারেক আজিজ বলেছেন, আইনজীবীদের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা করেছেন আলিফের ভাই খানে আলম, যেখানে ১১৬ জনকে আসামি করা হয়েছে।এর আগে চিন্ময় কৃষ্ণ দাশকে কারাগারে নেওয়ার সময় সহিংসতা ও আইনজীবী খুনের ঘটনায় আটজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল পুলিশ।
গত ২৬ নভেম্বরের চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সহিংসতার ঘটনায় তিনটি মামলা করেছে পুলিশ; এ পর্যন্ত মোট ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় এই প্রথম মামলা দায়ের করল তার পরিবার।