আন্তর্জাতিক
  ভারতের ওয়াকফ সম্পত্তি রক্ষার জন্য সকল মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষের এগিয়ে আসার ডাক দিলেন জমিয়ত
  28-11-2024

 ভারতের কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম : আজ বৈকালে কলকাতার রানীরাসমনি মোড়ে পশ্চিম বাংলার জমিয়তের ডাকা ওয়াকফ সম্পত্তি বাঁচাও কমিটির ডাকে কয়েক লাখ মানুষের ভিড় উপচে পড়ে। সেখান থেকে ভারতের জমিয়তের নেতা জনাব মাসুদ মাদানী ওয়াকফ সম্পত্তি রক্ষা করতে সকল মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষ কে তাদের জান মাল দিয়ে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার সরকার চাইছে যে মুসলিম উম্মাহর ওয়াকফ সম্পত্তি কে নিজেদের হাতে নিয়ে মুসলিম উম্মাহর কে দেউলিয়া দশা করতে। এবং মসজিদ ও মাদ্রাসা এবং দরগা ঈদগাহ ও খানকা শরীফ কে সরিয়ে দিতে চাইছে। এবং মুসলিম উম্মাহর অর্থনৈতিক উন্নয়নের এবং তাদের সামাজিক মর্যাদা কে সরিয়ে দিতেই এই কালা আইন চালু করতে যাচ্ছে।এর বিরুদ্ধে সকল কে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। মুসলিম উম্মাহর গন সংগঠণ ও মিল্লাত কে এগিয়ে আসতে হবে তাদের জান মাল ও মসজিদ ও মাদ্রাসা দরগা এবং ঈদগাহ মাঠ এবং খানকা কে বাঁচাতে।এর জন্য সারা দেশে প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানান জনাব মাসুদ মাদানী সহ সারা ভারত জমিয়তের নেতৃত্ব। আজকের এই সভা থেকে পশ্চিম বাংলার জমিয়তের আমীর ও পশ্চিম বাংলা সরকারের মন্ত্রী জনাব সিদ্দিকুল্লা চৌধুরী বলেন যে তারা কোন ভাবেই পশ্চিম বাংলার মাটিতে ওয়াকফ সম্পত্তি আইন কে বলবৎ করতে দেবে না। তাদের সরকারের প্রধান ও তৃনমূল দলের সভানেত্রী এবং পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কালা আইন এর বিরুদ্ধে রয়েছে। সেই সঙ্গে ভারতের বিজেপি ও তার দোসররা এই আইন যদি বলবৎ করতে চায় তার বিরুদ্ধে ব্যবস্থা সারা দেশে গন প্রতিরোধ গড়ে তোলা হবে। আজকের এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিম বাংলা ফুরফুরা শরীফের পীরজাদা এবং জামায়াতের আমির এবং পশ্চিম বাংলা জামায়াতে ইসলামী ও ইসলামী চিন্তাবিদ সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আজকের এই সভায় প্রায় পাঁচ লাখ মানুষ জমায়েত হয়।।