সারাদেশ
  আইনজীবী আলিফ হত্যার বিচার চেয়ে জেলায় জেলায় বিক্ষোভ
  28-11-2024

মােঃ জানে আলম সাকী, ব্যুরো চীফ, চট্টগ্রাম : সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে কারাগারে নেওয়ার সময় চট্টগ্রামে আদালত এলাকার অদূরে সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দাবিতে বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছেন আইনজীবীরা।

বুধবার সকাল থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামসহ সাধারণ আইনজীবীরা এই হত্যার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন।

এ সময় তারা, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং ন্যায়বিচার দাবি করেন। 

সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে কারাগারে নেওয়ার সময় চট্টগ্রামে আদালত এলাকার অদূরে সংঘর্ষ চলাকালে আহত হয়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের (৩৫) মৃত্যু হয়।

মঙ্গলবার বিকালে জেলা প্রশাসক কার্যালয় ও আদালতের প্রবেশ সড়কে ‘হামলার শিকার’ হয়ে নিহত হন ওই আইনজীবী।