সারাদেশ
  চট্টগ্রাম নগরীর কোতোয়ালি এলাকার সেবক কলোনিতে আগুন ৬টি বসত ঘর ও দোকান পুড়ে গেছে
  27-11-2024
মােঃ জানে আলম সাকী, ব্যুরো চীফ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের কোতোয়ালি এলাকার সেবক কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  মঙ্গলবার রাত আটটার দিকে রঙ্গন কনভেনশন হলের পেছনের এই কলোনিতে অগ্নিকাণ্ড হয়। প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ছয়টি বসতঘর ও দোকান পুড়ে গেছে। নন্দনকানন ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আলী বিভিন্ন গণমাধ্যমকে  বলেন, আগুনে ঘর ও দোকানের পাশাপাশি একটি দোকানের বেশ কিছু বাঁশ পুড়ে গেছে। এ কারণে আগুনের ধোঁয়া বেশি ছিল।

ঘটনাস্থলে থাকা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী সাংবাদিকদের  বলেন, কে বা কারা আগুন দিয়েছে, সেটি জানা যায়নি। বর্তমানে আগুন নিভেছে।

এর আগে আজ বিকেলে চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় সাইফুল ইসলাম নামের এক আইনজীবী নিহত হয়েছেন। সংঘর্ষের ঘটনার পর একটি পক্ষ সেবক কলোনির ভেতর অবস্থান নেয়।