সারাদেশ
  চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কোটি টাকার সৌদি রিয়ালসহ যুবক আটক
  27-11-2024
মােঃ জানে আলম সাকী,ব্যুরো চীফ, চট্টগ্রাম : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৯ লাখ ২১ হাজার ৫০০ সৌদি রিয়ালসহ দুলাল জমাদ্দার (৩৩) নামে এক যুবককে আটক করা হয়েছে।  মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে তাকে আটক করা হয়।দুলাল জমাদ্দার মাদারীপুরের শিবচর এলাকার মনসুর আলী জমাদ্দারের ছেলে। তিনি একটি বিমান সংস্থার ফ্লাইটযোগে সংযুক্ত আরব আমিরাতের দুবাই যাওয়ার কথা ছিল।

চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল একাধিক সংবাদ মাধ্যমকে  বলেন, উদ্ধার হওয়া সৌদি রিয়ালের বাজারমূল্য ২ কোটি ৯৩ লাখ ৮৬ হাজার টাকা। আটক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।