সারাদেশ
  পার্বত্য জেলা বান্দরবানে পর্যটকদের ভ্রমণ সুবিধায় চালু হলো ছাদখোলা বাস
  21-11-2024
মােঃ জানে আলম সাকী, ব্যুরো চট্টগ্রাম : উঁচু পাহাড়, নদী, ঝর্ণা বেষ্টিত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পাহাড়কন্যা বান্দরবান। প্রকৃতির এই মোহনীয় সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন ছুটে আসেন হাজারো প্রকৃতি প্রেমী পর্যটক। এ শিল্পের প্রসারে জেলার বিভিন্ন পর্যটন স্পটে ঘুরে বেড়ানোর জন্য চালু করা হয়েছে উন্নতমানের ছাদখোলা বাস।
সোমবার (১৮ নভেম্বর) সকালে ছাদখোলা বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও হোটেল হিলভিউ ট্যুরিস্ট বাস এর মালিক কাজল কান্তি দাশ। এই বাসে করে আগত পর্যটকরা নিলাচল, মেঘলা, শৈলপ্রপাত, নীলগীরীসহ বেশ কয়েকটি পর্যটন স্পটে ঘুরে বেড়াতে পারবেন। 

আগত পর্যটকরা যাতে নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের মাধ্যমে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে পারেন সেই বিষয়টির কথা চিন্তা করেই নিজ উদ্যোগে এই ছাদখোলা বাস চালু করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমকে জানান এর স্বত্বাধিকারী।

এ বিষয়ে ব্যবসায়ী কাজল কান্তি দাশ বলেন, বান্দরবানের সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ভ্রমণে আসেন। তারা যেন পরিবার পরিজন নিয়ে আরামদায়ক ভ্রমণের মাধ্যমে বান্দরবানের প্রাকৃতিক এই সৌন্দর্য উপভোগ করতে পারেন এ জন্য ছাদখোলা বাসু চালু করা হয়েছে। পর্যটকদের সুবিধার্থে আরও নতুন উদ্যোগ আগামীতেও নেব।

এর আগে, গত ৭ নভেম্বর থেকে বান্দরবান জেলা সদরসহ চারটি উপজেলার পর্যটন স্পটগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে বান্দরবান জেলা প্রশাসন। প্রশাসনের এমন সিদ্ধান্তে স্বস্তি ফিরে এসেছে জেলার পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মাঝে। এরই মধ্যে পর্যটকদের জন্য পুরো নভেম্বর মাসজুড়ে আছে ব্যবসায়ীদের পক্ষ থেকে বিশেষ ছাড়ের ব্যবস্থা।