সারাদেশ
  বাসাবো বৌদ্ধ মন্দিরসহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন।
  21-11-2024

রাজধানীর বাসাবো বৌদ্ধ মন্দির এলাকা সহ বিভিন্ন এলাকায় আজ ২১ নভেম্বর ২০২৪ সকাল ১১টা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারি চালিত রিকশার চালকরা। সারাদেশে কয়েকটি সড়ক দুর্ঘটনায় মৃত্যু, সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় হাইকোর্ট তিন দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশ দেয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে চালকরা সড়কে নেমে আন্দোলন করছেন।
রিকশা চালকরা অভিযোগ করেছেন, “যখন মেট্রোরেল বিদ্যুতে চালানো যেতে পারে, তখন আমাদের রিকশা বিদ্যুতে চলতে বাধা কোথায়?” তারা আরও বলেন, ব্যাটারি চালিত রিকশা তাদের আয়ের একমাত্র মাধ্যম। যদি এটি বন্ধ হয়ে যায়, তাহলে তারা বেকার হয়ে যাবেন।
রিকশাচালক মো. রফিক বলেন, “এই রিকশা চালিয়ে আমরা পরিবারের ভরণ-পোষণ করি। যদি এটি বন্ধ হয়ে যায়, আমরা কীভাবে বাঁচব? মেট্রোরেল যদি বিদ্যুতে চলতে পারে, তাহলে আমাদের রিকশা কেন নয়?”
অন্য একজন চালক শাহ আলম বলেন, “সরকার আমাদের বিকল্প কোনো ব্যবস্থা না দিয়ে রিকশা বন্ধ করে দিচ্ছে। আমাদের কষ্টে ফেলে তারা উন্নয়নের কথা বলে। আমাদের কি জীবন নেই?”

তাদের দাবি :-
ব্যাটারি চালিত রিকশা বন্ধের সিদ্ধান্ত বাতিল।
সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।
রিকশার জন্য একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরি।
সড়ক অবরোধের কারণে এলাকাগুলোতে যানজটের সৃষ্টি হয়েছে। বাসাবো ছাড়াও মুগদা, খিলগাঁও এবং মালিবাগ এলাকায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এই প্রতিবাদ সম্পর্কে জানতে চাইলে একজন পুলিশ কর্মকর্তা বলেন, “আমরা আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করছি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রস্তুত আছি।