সারাদেশ
  কক্সবাজারে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন
  10-11-2024
  • মােঃ জানে আলম সাকী, ব্যুরো চীফ, চট্টগ্রাম : কক্সবাজারের কলাতলী, সুগন্ধা পয়েন্ট ও হোটেল-মোটেল জোনে রাস্তা ও ফুটপাত দখল করে পর্যটক এবং স্থানীয়দের বাধা প্রদান করা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে কক্সবাজার জেলা প্রশাসন।

বুধবার (৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। 

জেলা প্রশাসনের নেতৃত্বে এ অভিযানে অংশগ্রহণ করেন কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ উল্লাহ, সদর থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, কক্সবাজার পৌরসভা, আনসার ব্যাটালিয়ন।

বিষয়টি নিয়ে কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) তানভীর হোসেন বিভিন্ন গণমাধ্যমকে  বলেন, সুগন্ধা পয়েন্ট, হোটেল-মোটেল জোন, কলাতলী এপ্রোচ সড়কসহ কলাতলী বিচ এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা, দোকান উচ্ছেদের জন্য একটি অভিযান পরিচালনা করা হয়।

 এই অভিযানে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা, ভ্যান উচ্ছেদ ও ধ্বংস করা হয়। অভিযান অব্যাহত থাকবে।