সারাদেশ
  শ্যামনগরে বিট পুলিশিং সমাবেশ
  06-11-2024

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ ছোট খাট সমস্যা সমাধানে বিট পুলিশিং কার্যক্রম। বিট পুলিশ ইউনিয়ন পর্যায়ে সেবা প্রদান করবেন। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বিট পুলিশিং কার্যক্রম। এ সব কথা গুলি বলছিলেন মঙ্গলবার বিকাল ৪টায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় চত্তরে বিট পুলিশিং সমাবেশে।
তিনি আরও বলেন সকল পুলিশ খারাপ নয়, সকল মানুষ খারাপ নয়, সকল সরকারি কর্মকর্তা খারাপ নয়। পেশাগত কাজ ছাড়া পুলিশ অন্য কাজ করবে না। ধর্মের ভিত্তিতে ভাগ না করে পুলিশ মানুষ হিসাবে সকলকে দেখবেন। মানবিক ভাবে সবকিছু দেখবেন। তিনি শ্যামনগর থানার লুট হওয়া অস্ত্র উদ্ধারে ও শ্যামনগর থানাকে মডেল থানা হিসাবে তৈরীতে সকল মানুষের সহায়তা চান। তিনি দুস্কৃতিকারীদের ধরিয়ে দিতে জনগণের সহায়তা চান। এ ছাড়া ইভটিজিং, নারী নির্যাতন ও মাদক প্রতিরোধে সকলকে সচেতন হওয়া সহ সহায়তা চান।
“বিট পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি” তথ্য দিন সেবা নিন । এ স্লোগানকে সামনে নিয়ে শ্যামনগর থানার আয়োজনে বিট পুলিশিং সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্যামনগর থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ মোঃ হুমায়ন কবীর মোল্যা, জামায়াত দলীয় সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমান।
কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমানের সঞ্চালনায় সমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোঃ সজীব খান, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি প্রভাষক সামিউল আযম মনির, উপজেলা বিএনপি নেতা অধ্যাপক আবু সাইদ, সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী বাবু প্রমুখ।
পুলিশিং সমাবেশে বিভিন্ন ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সহ অন্যান্য পেশাজীবিরা উপস্থিত ছিলেন। ছবি- শ্যামনগরে বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।