বুধবার শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে সদর উপজেলার মৎস্য সংরক্ষণ দল এবং সহ ব্যবস্থাপনা সংগঠনের সদস্যদের অংশগ্রহণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান।
সভায় মৎস্য গবেষণা ইনস্টিটি্উটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড,শফিকুর রহমান, সিনিয়র সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল,মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক জি. এম. রব্বানী,ইকো ফিশ-২ এর বিজ্ঞানী ডঃ মোঃ শরীফ উদ্দীন, ড: নাহিদুজ্জামান এবং গবেষক আরিফুর রহমানসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
এতে সদর উপজেলার ১০টি উপকূলীয় গ্রামের শতাধিক পুরুষ ও নারী মৎস্যজীবী ও ব্লু-গার্ড অংশ নেয়।
দিনব্যাপী সম্মেলনে মৎস্যজীবীদের উন্নয়ন, সামুদ্রিক জীব-বৈচিত্র সংরক্ষন, মৎস্য সম্পদের সংরক্ষণ ও মৎস্য আহরণে নিষেধাজ্ঞা সময়ে বিকল্প আয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।