অনুসন্ধানকালে জানা যায়, সাইফুল আলম ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিরা যেকোনো সময় দেশ–বিদেশে পালিয়ে যেতে পারেন। এতে তাঁদের জিজ্ঞাসাবাদ করে তথ্য–উপাত্ত সংগ্রহ না করা গেলে অভিযোগ প্রমাণ করা দুরূহ হয়ে পড়বে। এ জন্য তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক নূর-ই-আলম। আদালত শুনানি নিয়ে সাইফুল আলমসহ অন্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।
দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া অন্যরা হলেন সাইফুল আলমের স্ত্রী ফারজানা পারভীন, ছেলে আহসানুল আলম ও আশরাফুল আলম, সাইফুল আলমের ভাই মোহাম্মদ আবদুল্লাহ হাসান, ভাই ওসমান গনি, ওসমানের স্ত্রী ফারজানা বেগম, ভাই আবদুস সামাদ, সামাদের স্ত্রী শাহানা ফেরদৌস, ভাই রাশেদুল আলম, ভাই সহিদুল আলম, ভাই মোরশেদুল আলম এবং এস আলমের পূর্বপরিচিত মিসকাত আহমেদ।