প্রবীণচন্দ্রের এই অভিযোগের দুই দিন পর বাবলুকে হুমকি দেওয়া হয়। তাঁর পরিবারের সদস্যদের জানিয়ে দেওয়া হয়, তিনি যদি পাল্টা কোনো বিবৃতি দেন, তবে তাঁকে ফল ভোগ করতে হবে। এ কারণেই তিনি বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি বলে বলা হচ্ছে।
রাজ্য পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি দেখছে।
বাবলুকে অতীতেও একাধিকবার হুমকি দেওয়া হয় বলে জানিয়েছেন ভারতের মানবাধিকার সংগঠন পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজের জ্যেষ্ঠ সদস্য কবিতা শ্রীবাস্তব। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের সমালোচনাকারী যে কেউ রাজ্যে চাপের মধ্যে আছেন। তাঁরা যেকোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন। মণিপুরে এই মুহূর্তে মতপ্রকাশের কার্যত কোনো স্বাধীনতা নেই।