শিক্ষাঙ্গান
  রোববার থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হল খুলছে;
  15-08-2024

রোববার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবাসিক হলগুলো খুলবে। এ ছাড়া ১২ আগস্ট থেকে অনলাইনে ক্লাস হবে। এরপর ২৫ আগস্ট শুরু হবে সশরীর ক্লাস ও পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের ৯৯তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল বুধবার রাত সাড়ে ১০টায় সিন্ডিকেট সভা শেষে বিষয়টি একাধিক সংবাদ মাধ্যম কে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এফ এম আবদুল মঈন। তিনি জানান, শুধু বৈধ শিক্ষার্থী আবাসিক হলগুলোয় থাকতে পারবেন। ছাত্রত্ব নেই, এমন কেউ থাকতে পারবেন না। পাশাপাশি মেধার ভিত্তিতে হলের সিট বণ্টন করা হবে। এর আগে গত ১৭ জুলাই ৯৮তম জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে শিক্ষক ও ছাত্ররাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে স্মারকলিপি জমা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর দুটি পৃথক স্মারকলিপি জমা দেন। দুটি স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরাজনীতি, ছাত্ররাজনীতিসহ সব ধরনের রাজনীতি বন্ধ রাখতে হবে। ছাত্ররাজনীতি মুক্তকরণ শিক্ষার্থীদের একনিষ্ঠ দাবি। কোনো ধরনের রাজনৈতিক কার্যকলাপ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে থাকবে না। সাধারণ শিক্ষার্থীরা যাতে রাজনৈতিক কোনো দলের কর্মী দ্বারা ক্ষতিগ্রস্ত না হন, সেদিকে প্রশাসনের সুদৃষ্টি রাখতে হবে। শিগগিরই প্রশাসনকে ক্যাম্পাসে শিক্ষক ও ছাত্ররাজনীতিমুক্ত করার জন্য পদক্ষেপ নিতে হবে। এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ সাকিব হোসেইন সাংবাদিকদের  বলেন, ‘আমাদের আন্দোলন সব বৈষম্যের বিরুদ্ধে, যা এখনো চলমান। আমরা চাই না বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-ছাত্র কেউ দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত থাকুক। এর জন্যই আমরা আজ প্রশাসন বরাবর স্মারকলিপি দিয়েছি।’

 
মােঃ জানে আলম সাকী, 
ব্যুরো চীফ, চট্টগ্রাম।