বিনোদন
  অনিশ্চতার মধ্যে জয় বাংলা কনসার্ট;
  11-08-2024

২০১৫ সাল থেকে প্রতি বছর ৭ মার্চ জয় বাংলা কনসার্টের আয়োজন করে আসছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) অঙ্গপ্রতিষ্ঠান ইয়াং বাংলা। মূলত ইয়াং বাংলা সিআরআইয়ের তারুণ্যের প্ল্যাটফর্ম। কিন্তু এই কনসার্টি এবার অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এটি আর কবে হবে তাও জানা যাচ্ছে না।জয় বাংলা কনসার্ট কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঘটে যাওয়া সংঘাত-সহিংসতায় নিহত ও গণগ্রেপ্তার-হয়রানির ঘটনায় প্রতিবাদে আগেই বয়কট করেছিল দেশের বেশকিছু ব্যান্ড। যেই তালিকায় ছিল ওয়ারফেজ, ক্রিপটিক ফেইট, নেমেসিস, মাইলস, আরবোভাইরাস, এভয়েড রাফাসহ বেশকিছু ব্যান্ড। কিন্তু এখন মনে হচ্ছে এই কনসার্টি আর হবে কি না তার কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। এর আগে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা  ব্যান্ডদলগুলোর বয়কট করা নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের পক্ষ থেকে এ বিষয়ে জানানো হয়, এ বছর তারা প্রথমবারের মতো গেল ৭ মার্চ ব্যান্ডের শহর চট্টগ্রামে কনসার্ট করেছে। পরে কনসার্ট ২০২৫ সালে। তাই আপাতত এ বিষয়ে তারা কিছু জানাতে চাননি। জয় বাংলার সবশেষ কনসার্টে পারফর্ম করে ৯টি ব্যান্ড। এগুলো হলো ‘ক্রিপটিক ফেইট’, ‘আর্টসেল’, ‘চিরকুট’, ‘লালন’, ‘নেমেসিস’, ‘মেঘদল’, ‘এভয়েড রাফা’, ‘কার্নিভাল’ ও ‘তীরন্দাজ’।

মােঃ জানে আলম সাকী, 

ব্যুরো চীফ, চট্টগ্রাম।