পর্যটন
  কোটা সংস্কার আন্দোলন: চট্টগ্রামে ‘গণগ্রেপ্তার’ চলছে: বললেন বিএনপি;
  01-08-2024
চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় নগরীতে চালমান অভিযানকে ‘গণগ্রেপ্তার’ মন্তব্য করে তা বন্ধের দাবি জানিয়েছে মহানগর বিএনপি।চলমান এ অভিযানে গত ১৪ দিনে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩৯০ জন নেতাকর্মীকে গ্রেপ্তারের অভিযোগও করা হয়েছে বলে এক বিবৃতিতে বলেছে দলটি।মঙ্গলবার চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমানের স্বাক্ষরে বিবৃতিটি গণমাধ্যমে পাঠানো হয়। এতে বলা হয়, দেশজুড়ে চলমান বৈষম্যবিরোধী শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীদের গণগ্রেপ্তার, হয়রানি ও ২০টি মিথ্যা মামলায় ৩৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে চট্টগ্রাম নগরীতে পুলিশের অভিযানে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের গণহারে গ্রেপ্তার করা হচ্ছে। প্রতিদিন বিভিন্ন স্তরের নেতাকর্মীদের বাসায় বাসায় পুলিশ গিয়ে হয়রানি করছে। এলাকা ভাগ করে পুলিশ, র‍্যাব ও অন্যান্য বাহিনী ব্লক রেইড ও নির্বিচারে দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার করে বিভিন্ন মামলায় আসামি করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তারের তথ্যও জানানো হয় বিবৃতিতে। নেতৃবৃন্দ বলেন, শুরু থেকেই এ ছাত্র আন্দোলনকে সরকারি দল রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করতে চেয়েছে। কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে থাকা শিক্ষার্থীদের ওপর পুলিশসহ রাষ্ট্রের বিভিন্ন বাহিনী এবং আওয়ামী লীগের কর্মীরা নজীরবিহীন দমন পীড়নের সহিংস তাণ্ডব চালিয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি দাবি করে বিবৃতিতে আরও বলা হয়, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলা ‘পরিকল্পিত’ ও ‘মিথ্যা’।

মােঃ জানে আলম সাকী, 

ব্যুরো চীফ, চট্টগ্রাম।