সারাদেশ
  কক্সবাজারের চকোরিয়ায় দখলদারের কব্জায় বন বিভাগের জমি
  10-07-2024
কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট বাজারটি দীর্ঘ দেড় যুগ ধরে ইজারা দিয়ে আসছেন উপজেলা প্রশাসন। পাচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব। বনবিভাগের জমিতে বাজার হলেও প্রতিনিয়ত অবৈধ স্থাপনা তৈরী করছে দখলবাজরা। প্রশাসনের একাধিকবার অভিযানের পরও বনভূমি দখল বন্ধ হচ্ছে না। অভিযোগ উঠেছে, প্রতিবছর ইজারা দেওয়া চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট বাজারটি কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের ২নম্বর খতিয়ানের রেকর্ডভুক্ত বিএস ৬৫৯ নম্বর দাগের সম্পত্তি। খতিয়ানে জায়গাটি জঙ্গল লেখা থাকলেও বর্তমানে দুইশত থেকে আড়াইশ ছোট-বড় অবৈধ স্থাপনা (দোকানপাট) বাজারের চারদিকে গড়ে উঠেছে। একইভাবে বর্তমানে দিশারী সমবায় সমিতির সঙ্গে চুক্তিতে সেখানে অবৈধ স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন সিন্ডিকেট চক্রের লোকজন।

মােঃজানে আলম সাকী,

ব্যুরো চীফ, চট্টগ্রাম।