আন্তর্জাতিক
  আগামী কাল পুরীর জগন্নাথদেবের রথযাত্রার দড়িতে টান দিয়ে সূচনা করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুম্মু
  06-07-2024

প্রবল প্রকৃতির অনুকূল পরিবেশ র ও টানা বৃষ্টি বাদলা র মধ্যে দিয়ে আগামী কাল পুরীর জগন্নাথদেবের মন্দির থেকে রথযাত্রার শুভ সূচনা করবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুম্মু।আজ এই তথ্য দিয়েছেন উড়িষ্যার পুরীর ক্যারেক্টার সিদ্ধার্থ শংকর সিনোয়ান। তিনি বলেন যে যেহেতু ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুম্মু উড়িষ্যার বাসিন্দা। সেই সঙ্গে ভারতের সাংবিধানিক অধিকার ও ভারতের রাষ্ট্রপতি তাই তিনি এবার শুভ রথযাত্রার সূচনা করবেন। ইতিমধ্যেই উড়িষ্যার পুরীর বিভিন্ন যায়গায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই সঙ্গে বসেছে সি সি টি ভি ক্যামেরা। রয়েছে ভারতের সামরিক বাহিনীর সদস্যরা। এবং ভারতের গোয়েন্দা সংস্থা র উচ্চ পর্যায়ের আধিকারিকরা। প্রতি বারের ন্যায় এবারো ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথের রসিতে উড়িষ্যার মুখ্যমন্ত্রী বদলে রসিতে টান দেবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুম্মু। সাথে সাথেই শুরু হয়ে যাবে আর ভারতের বিভিন্ন যায়গায় থেকে রথযাত্রার মিছিল। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতার পৃথিবীর বিখ্যাত ইসস্কোন এর মন্দির থেকে রথযাত্রার শুভ সূচনা করবেন। এবং পশ্চিম বাংলার নবদ্বীপ ও মায়াপুর এবং মুর্শিদাবাদ জেলার লালগোলা থেকে রথযাত্রার শুভ সূচনা করা হবে। এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর চৌধুরী বাবুদের রথযাত্রার সূচনা করবেন বারুইপুর পৌরসভার চেয়ারম্যান ও চৌধুরী বাবুদের ছেলে শ্রী প্রদীপ রায় চৌধুরী। এছাড়া ভারতের উত্তর ও দক্ষিণ ভারতের বিভিন্ন যায়গায় রথযাত্রার শুভ সূচনা করা হবে। রথযাত্রার সময় প্রায় ঝড় ও বৃষ্টিপাত হয়ে থাকে। এবার তার ব্যাতিক্রম নেই।।

মনোয়ার ইমাম 

ভারত