সারাদেশ
  কক্সবাজারে বেনজীর এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা সম্পদ দেখভালে জেলা প্রশাসক ;
  11-06-2024

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের নামে কক্সবাজারে থাকা সম্পদ দেখভাল করবে জেলা প্রশাসন। সংস্থাটিকে রিসিভার নিয়োগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য গতকাল সোমবার কক্সবাজারের জেলা প্রশাসককে (ডিসি) চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের দুদক উপরিচালক সুবেল আহমেদ এ চিঠি দেন। পত্রের সঙ্গে আদালতের আদেশে জব্দ হওয়া কক্সবাজারে বেনজীর পরিবারের সম্পদের তালিকাও সরবরাহ করা হয়েছে। দুদকের তথ্য বলছে, কক্সবাজারে বেনজীর ও তাঁর পরিবারের সম্পদ আছে বিভিন্ন স্থানে। এর মধ্যে টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপে বেনজীরের নামে ১৫ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২২ শতাংশ জমি। ১২ লাখ ৬৫ হাজার টাকার ৪৪ শতাংশ, ১০ লাখ ৭ হাজার টাকার ৩৫ শতাংশ, ১৩ লাখ টাকার ৪৫ শতাংশ, ১২ লাখ ৬৫ হাজার টাকার ২৯ শতাংশ জমি আছে। এ ছাড়া উখিয়া উপজেলার ইনানী মৌজায় বেনজীরের তিন মেয়ে ফারহীন রিশতা বিনতে বেনজীর, তাহসিন রাইশা বিনতে বেনজীর ও জারা জেরিন বিনতে বেনজীরের নামে ২৪ লাখ ৮৫ হাজার টাকার ১৫ শতাংশ জমি আছে। বেনজীরের স্ত্রী জীশান মির্জার নামে ১৬ লাখ ৬৬ হাজার টাকার ১০ শতাংশ জমি। জীশান মির্জার নামে ৫ লাখ টাকা মূল্যের ৪০ শতাংশ এবং ৩ লাখ ৭০ হাজার টাকার ৭ শতাংশ জমি রয়েছে।দুদকের চিঠি পাওয়ার তথ্য নিশ্চিত করে জেলা প্রশাসক শাহীন ইমরান বিভিন্ন গণমাধ্যমকে  বলেন, আদালত থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বেনজীর ও তাঁর পরিবারের সদস্যদের নামে কক্সবাজারে থাকা স্থাবর সম্পদ দেখভাল করবে জেলা প্রশাসন।

মােঃ জানে আলম সাকী,
ব্যুরো চীফ, চট্টগ্রাম।