সারাদেশ
  চট্টগ্রামের আনোয়ারায় হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই
  10-06-2024

চট্টগ্রামের আনোয়ারায় পুলিশকে মারধর করে হ্যান্ডকাফসহ আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।ওই আসামির নাম মোজাম্মেল হক বলে জানা গেছে।শনিবার (৮ জুন) রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে। রিপোর্ট লিখা পর্যন্ত ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।বিষয়টি বিভিন্ন গণমাধ্যমকে  নিশ্চিত করেছেন আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ কমিশনার সোহানুর রহমান সোহাগ। তিনি সাংবাদিকদের  বলেন, আমি মাত্র ঘটনাস্থলে এসেছি। বিস্তারিত পরে জানাতে পারব।

 মােঃ জানে আলম সাকী,

ব্যুরো চীফ, চট্টগ্রাম।