সারাদেশ
  খাগড়াছড়িতে বালুর ট্রাকে পাওয়া গেল ১০৮ বোতল মদ, গ্রেপ্তার ৩
  10-06-2024

খাগড়াছড়ি সদর উপজেলায় বালুর ট্রাকে করে পাচারের সময় ১০৮ বোতল বিদেশি মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার রাতে উপজেলার অনন্ত মাস্টার পাড়ায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয় বলে বিভিন্ন গণমাধ্যমকে  জানান খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর।গ্রেপ্তারকৃতরা হলেন- পানছড়ি উপজেলার মো. জামাল হোসেন, মো. আবু সিদ্দিক এবং মো. মোবারক হোসেন। শনিবার সকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মুক্তা ধর বলেন, “শুক্রবার রাতে সীমান্তবর্তী উপজেলা পানছড়ি থেকে বালু বোঝাই ট্রাকে করে বিদেশি মদ জেলা সদরে আনা হচ্ছে এমন গোপন খবর পায় পুলিশ।“পরে অভিযান চালিয়ে সন্দেহভাজন ট্রাকে তল্লাশি চালিয়ে বালুর নিচে চারটি কাটোনে ১০৮ বোতল বিদেশি মদ পাওয়া যায়; যার মূল্য প্রায় চার লাখ টাকা। এ ছাড়া চালকসহ তিনজনকে আটক ও ট্রাকটি জব্দ করা হয়।”পুলিশ সুপার বলেন, আটকদের বিরুদ্ধে রাতে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ। আদালতে আসামিদের রিমান্ড চাওয়া হবে।

 

 

 

মােঃ জানে আলম সাকী,
ব্যুরো চীফ, চট্টগ্রাম।