সারাদেশ
  পার্বত্য জেলা রাঙ্গামাটিতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গুলি করলো দুষ্কৃতিকারীরা; দ
  23-05-2024
রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলা ৪নং বড়তলী ইউনিয়নের চেয়ারম্যান আতুমং মারমা (৫১) কে গুলি করে পালিয়েছে দুষ্কৃতিকারীরা। মঙ্গলবার (২১ মে) রাত সাড়ে ১১টার দিকে বড়থলী পাড়ায় এই ঘটনা ঘটে। ওই সময় বড়থলী ইউনিয়নের চেয়ারম্যান বড়থলী পাড়ার একটি বাড়িতে ভাত খাচ্ছিলেন। পরে গুলিবিদ্ধ অবস্থায় আতুমং চেয়ারম্যানকে স্থানীয়রা উদ্ধার করে বুধবার (২২ মে) ভোর ৬টায় রুমা সদর হাসপাতালে আনা হয় এবং প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. রুবেল বিভিন্ন গণমাধ্যমকে  জানান, রোগীর গায়ে দুটি গুলি লেগেছে। তার মধ্যে হাতে গুলিটা ঢুকে বের হয়ে গেছে। তবে পায়ের উরুতে গুলি থেকে গেছে। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য গুলিবিদ্ধ আতুমং চেয়ারম্যানকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আহত আতুমং মারমা সাংবাদিকদের  জানান, তার ইউনিয়নের ওয়ার্ড মেম্বার ওয়াইবা ত্রিপুরা (৫০) তাকে গুলি করেছে। তবে কোন কারণে কেন গুলি করেছিল, তা জানাতে পারেননি তিনি। এব্যাপারে রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. আবুল কাশেম চৌধুরী গণমাধ্যমকে জানান, গুলিবিদ্ধ আতুমং চেয়ারম্যানের সাথে কথা হয়েছে। চিকিৎসা করে ফিরে আসার পর মামলা হবে। তদন্ত করার পর এই ঘটনা কেন ঘটিয়েছে জানা যাবে।
এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
মােঃ জানে আলম সাকী,
ব্যুরো চীফ, চট্টগ্রাম।