সারাদেশ
  মামলা-হয়রানির প্রতিবাদে মানবাধিকার কমিশনে ৩৫ প্রত্যাশীর স্মারক লিপি ;
  21-05-2024
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনরতদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে জাতীয় মানবাধিকার কমিশনে স্মারকলিপি দিয়েছেন আন্দোলনকারীরা। পাশাপাশি কমিশনের সামনে মানববন্ধনও করেছেন তারা। রোববার (১৯ মে) বিকেল সোয়া ৪টার দিকে এ স্মারকলিপি দেন তারা। এরপর কমিশনের সামনে মানববন্ধন করেন। স্মারকলিপিতে বলা হয়, শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি চাই। অর্থাৎ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ৩৫ চেয়ে আন্দোলন করে আসছেন। বিষয়টি উপলব্ধি করে ২০১৮ সালে আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহারেও বয়সসীমা বাড়ানোর বিষয়ে মেধা ও দক্ষতা বিবেচনা করে বাস্তবতার নিরিখে যুক্তিসঙ্গত ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে। কিন্তু দুঃখের বিষয় গত ৫ বছরে এ বয়সসীমা বৃদ্ধি হয়নি। এতে আরও বলা হয়, দেশের উচ্চশিক্ষিত চাকরিপ্রার্থীরা গত প্রায় ১২ বছর ধরে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ করার লক্ষ্যে রাজপথে আন্দোলন করে আসছেন। বিশ্বের ১৬২ দেশে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫। শুধু পাকিস্তান ও বাংলাদেশে বয়সসীমা ৩০ বছরকে অনুসরণ করে আসছে।
মােঃ জানে আলম সাকী,
ব্যুরো চীফ, চট্টগ্রাম।