সারাদেশ
  চাঁদপুরে নিষিদ্ধ জালে মাছ ধরায় ১৪ জেলে গ্রেফতার ;
  13-05-2024
চাঁদপুরের মেঘনা নদীতে নিষিদ্ধ কারেন্টজাল দিয়ে মাছ ধরায় ১৪ জেলেকে আটক করেছে নৌপুলিশ। এরমধ্যে ১২ জনের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা এবং দুজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়। শনিবার (১১ মে) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান। আটকরা হলেন, চাঁন্দু ভূঁইয়া (২৫), সুরুজ ভূঁইয়া, (২৮), ইকবাল ভূঁইয়া (১৯), ইয়াছিন ছৈয়াল (২২), মো. ইব্রাহিম খলিল (২০), জলিল সিকদার (৬০), শাহজাহান খান (৬২), নুর ইসলাম কবিরাজ (৩৮), মহন হাওলাদার (২৭), ফারুক মিয়া (২৩), মান্নান খান (৬৫), রমজান শেখ (২৫), জহির কবিরাজ (১৩) ও রিয়াদ (১৩)। এসব জেলেদের বাড়ি চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ও চান্দ্রা ইউনিয়নের বিভিন্ন গ্রামে। ওসি কামরুজ্জামান গণমাধ্যম কে বলেন, সকাল সোয়া ৮টার দিকে থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসাইন উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের মিনি কক্সবাজার নামক স্থানে নিষিদ্ধ কারেন্টজাল দিয়ে মাছ ধরার সময় এসব জেলেদের আটক করা হয়। এ সময় জেলেদের সঙ্গে থাকা দুই হাজার ২০০ মিটার নিষিদ্ধ কারেন্টজাল ও তিনটি মাছ ধরার কাঠের নৌকা জব্দ করা হয়। তিনি আরও বলেন, আটক জেলেদের মধ্যে ১২ জনের বিরুদ্ধে মৎস্য আইনে দুটি নিয়মিত মামলা করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়। বাকি দুজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে অভিভাবকের জিন্মায় ছেড়ে দেয়া হয়। জব্দ জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং নৌকাগুলো মামলার আলামত হিসেবে থানা হেফাজতে আছে।
মােঃ জানে আলম সাকী,
ব্যুরো চীফ, চট্টগ্রাম।