স্বাস্থ্য ও চিকিৎসা
  নবনিযুক্ত অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) স্বাস্থ শিক্ষা অধিদপ্তর।
  27-04-2024

গত 25 এপ্রিল 2024 দেশবরেণ্য মানবিক চিকিৎসক চাঁদপুর শাহরাস্তির কৃতি সন্তান অধ্যাপক ডা. মো. Kamrul Hasan Milon  কে জাতির জনকের লালিত স্বপ্ন জনগণের নিরাপদ ও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনা অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) স্বাস্থ শিক্ষা অধিদপ্তর এ দায়িত্ব দিয়েছেন, দেশের মানুষ জাতে সুচিকিৎসা পায়  ও স্বাস্থ্য খাত সুচারু রূপে পরিচালনা করার লক্ষ্যে দেশের প্রাথমিক স্বাস্থ্য সেবাকেন্দ্র থেকে সব হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রকে একই সূত্রে যুক্ত রেখে স্বাস্থ্য খাতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে আপনি অগ্রণী ভূমিকা পালন করবেন।