সারাদেশ
  টেকনাফ-সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল আবার শুরু;
  30-03-2024
টেকনাফ-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় ৫১৭ জন যাত্রী নিয়ে জাহাজ বার আউলিয়া টেকনাফের দমদমিয়া জেটিঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশে রওয়ানা হয় বলে বিভিন্ন গণমাধ্যমকে  জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক নাসিম আহমেদ। তিনি আরও জানান, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে সাত দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন রয়েছে। এরই অংশ হিসাবে বুধবার থেকে সেন্ট মার্টিন নৌ-রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। চলতি বছরের ২১ মার্চের পর থেকে এই রুটে জাহাজ চলাচল বন্ধ ছিল। দীর্ঘ ৬ মাস পর সেন্ট মার্টিন রুটে ফের চলাচল শুরু হওয়ায় সন্তুষ্ট পর্যটন ও এই খাতের সংশ্লিষ্টরা। এর আগে পর্যটনবাহী জাহাজ চলাচলের পরিবেশ অনুকূলে আছে কিনা পরিদর্শনে মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের একটি পর্যবেক্ষণ দল `বার আউলিয়া` জাহাজে করে টেকনাফ থেকে সেন্ট মার্টিন গিয়েছিলেন। দলটি কোনো ত্রুটি ছাড়াই সেন্ট মার্টিন পরিদর্শন করে পুনরায় ঘাটে পৌঁছায়। পরে জেলা প্রশাসক কার্যালয়ে বৈঠকে টেকনাফ-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের সিদ্ধান্ত হয়। তবে ধারণ ক্ষমতার বেশি যাত্রী পরিবহন করলে আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয় সভা থেকে।
 
মােঃ জানে আলম সাকী,
ব্যুরো চীফ, চট্টগ্রাম।