সারাদেশ
  কচুয়া এপির মাধ্যমে হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান
  28-03-2024
কচুয়া এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে হতদরিদ্র পরিবারের আয় বৃদ্ধিমূলক কর্মসূচির অংশ হিসেবে হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে শর্তসাপেক্ষে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। ২৭ মার্চ(বুধবার) এপির কর্ম এলাকার মধ্যে(৫ টি ইউনিয়নে) মোট ১১৫ জন হত দরিদ্র পরিবারের মাঝে মোবাইল বিকাশের মাধ্যমে প্রতি জনকে ১৮ হাজার ৩ শত ৩৩ টাকা শর্ত সাপেক্ষে পারিবারিক আয় বৃদ্ধি মূলক কাজের জন্যে সম্পূর্ণ অফেরত যোগ্য হিসেবে প্রদান করা হয়েছে।গত ফেব্রয়ারিতে ১৮০ জনকে একই ভাবে সহায়তা হিসাবে ক্যাশ টাকা বিতরণ করেন সংস্থাটি।এদিন ইউপি সদস্য সহ গ্রাম উন্নয়ন কমিটির নেতারা এবং কচুয়া  এপির প্রোগ্রাম অফিসার সমর হালদার সহ অনন্যা অফিসার গন অর্থ সহায়তা প্রদান কার্যক্রমে উপস্থিত ছিলেন।
উজ্জ্বল কুমার দাস
(কচুয়া,বাগেরহাট) প্রতিনিধি।।