সারাদেশ
  বৃহত্তর পাহাড় তলী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি সম্পন্ন ;
  10-02-2024
 
বৃহত্তর পাহাড়তলী  সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২৪ ফেব্রুয়ারি ২০২৪ইং রোজ শনিবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ইতিমধ্যে সমিতির কার্যালয়ে নির্বাচনী তফসিল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার মােঃনুরুল হুদা। তফসিল অনুয়ায়ী ৩০ জানুয়ারি খচড়া ভোটার তালিকা প্রকাশ, ভোটার তালিকা সংশোধনের শেষ তারিখ ০৩/০১/২০২৪ ইং রাত ৮০০টা থেকে ৯.০০টা পর্যন্ত,  চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ  ০৪/০২/২৪ ইং, মনোনয়নপত্র বিক্রি ০৭/০২/২০২৪  ইং হইতে ০৮/০২/২০২৪ইং,(রাত ৭.০০টা থেকে রাত ১০.০০টা পর্যন্ত,  মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১২/০২/২০২৪ ইং রাত ৭.০০টা থেকে রাত ১০.০০টাপর্যন্ত, মনোনয়নপত্র যাচাই, বাচা ই, আপত্তি ও প্রত্যাহার ১৪/০২/২০২৪ইং রাত ৭.০০টা থেকে রাত ১০.০০টা পর্যন্ত, বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশও প্রতিক বরাদ্দ  ১৭/০২/২০২৪ ইং রাত ৭.০০টা থেকে রাত ১০.০০টাপর্যন্ত, প্রচারণা ১৭/০২/২০২৪ইং থেকে ২২/০২/২০২৪ ইং রাত১২.০০টা পর্যন্ত, ভোট গ্রহন ২৪/০২/২০২৪ইং রোজ শনিবার সকাল ৯.০০টা থেকে বিকাল ৪.০০টা পর্যন্ত। উল্লেখিত সময়ের মধ্যে ভোটার গণ ভােটাধিকার প্রয়োগ করিতে পারিবেন। ভোট গ্রহন শেষে ভোট গণনা পূর্বক বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের এজেন্ট /প্রতিনিধিদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করা হইবে। ভোট গ্রহনের স্থান বৃহত্তর পাহাড়তলী সমিতির কার্যালয় সংনগ্ন মাঠে নির্মিত প্যান্ডেল /কক্ষে। 
ঘোষিত তফসিল অনুযায়ী যে সকল প্রার্থী এবং প্যানেল মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন তাহাদের তথ্য নিম্মে দেওয়া হইলোঃ
১.সাবের আহমদ। 
২.মুজিবুর রহমান। 
৩.কবিরআহমদ সওদাগর ও ফোরকান আহমদ খােকন প্যানেল ১৫টি পদের জন্য ১৫টি মনোনয়নপত্র সংগ্রহ করিয়াছেন। 
৪.মােঃইউসুফ সওদাগর ও মােঃ শেখ সেলিম প্যানেল ১৫ টি পদের জন্য ১৫ টি মনোনয়নপত্র সংগ্রহ করিয়াছেন। 
 
বৃহত্তর পাহাড়তলী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে, নির্বাচন কর্মকর্তাদের নাম নিম্মে দেওয়া হইলঃ
১.মােঃ নুরুল হুদা (প্রধান নির্বাচন কমিশনার) 
২.ফরিদুল আলম (নির্বাচন কমিশনার) 
৩.আহাম্মদ উল্লাহ (নির্বাচন কমিশনার) 
উপরে উল্লেখিত যে সকল তথ্য নির্বাচন কমিশন সূত্রে পাওয়া গেছে তাহা প্রকাশ করা হইল।
মােঃ সাঈদ  বিন আলম বাবু, 
শহরপ্রতিনিধি, কক্সবাজার।