রাজনীতি
  সেই ২৩ জনের বিরুদ্ধে মামলা করবে বিজিবি
  08-02-2024
 
বাংলাদেশ মিয়ানমার সীমান্ত পেরিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে গ্রামে ঢুকে পড়া মিয়ানমারের সেই ২৩ উগ্রপন্থীর বিরুদ্ধে নিয়মিত মামলা করবে বিজিবি। বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঘুমধুম সীমান্ত পরিদর্শন শেষে এক প্রেস বিফ্রিংয়ে এ কথা জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ শরাফুজ্জামান সিদ্দিকী। পুলিশ, বিজিবি, ইউপি পরিষদ ও গ্রামবাসীর কাছ থেকে প্রাপ্ত তথ্য মতে, গতকাল (৬ ফেব্রুয়ারি) কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত অতিক্রম করে রহমতের বিল গ্রামে অনুপ্রবেশের চেষ্টা করে মিয়ানমারের অস্ত্রধারী কিছু উগ্রপন্থী। তখন তাদেরকে ধাওয়া করে চারটি আগ্নেয়াস্ত্র ২৩ জনকে আটক করে আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর কাছে সোপর্দ করে গ্রামবাসী। পালংখালী ইউপি চেয়ারম্যান আবদুল গফুর বলেন, গতকাল গ্রামবাসীর সহযোগিতায় মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠনের ২৩ জনকে চারটি আগ্নেয়াস্ত্রসহ আটক করা হয়। রাত ১২টা পর্যন্ত ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখান থেকে তাদেরকে ঘুমধুম বিওপিতে নিয়ে যায় বিজিবি। তিনি আরও বলেন, ধৃতরা মিয়ানমারের বর্ডার গার্ড বা সেনাবাহিনীর সদস্য নয় এটা নিশ্চিত। তবে তারা কোনো বিদ্রোহী গোষ্ঠীর সাথে আমি জানতে পারিনি। শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে বিজিবি এদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করবে। উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন  বিভিন্ন গণমাধ্যমকে বলেন, সেই ২৩ জন এখনও (রাত ৮টা) পালংখালী ইউনিয়ন পরিষদে রয়েছে। আমরাসহ সেখানে আরো কয়েকটি শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থার লোকজন রয়েছে। তাদের কাছ থেকে পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, যাদেরকে ধরা হয়েছে তারা বড় কোনো সন্ত্রাসী গ্রুপের নয়। এদের মধ্যে মাত্র ২/৩ জনের কাছে অস্ত্র পাওয়া গেছে। বাকিরা নিরস্ত্র। এখন নিরস্ত্ররা সাধারণ নাকি সন্ত্রাসী তা জানা সম্ভব হয়নি। মামলা হলে পুলিশ বিষয়টি তদন্ত বের করবে।
মােঃজানে আলম সাকী,চট্টগ্রাম