রাজনীতি
  চিতলমারীতে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা।
  08-02-2024

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতেই বাগেরহাটের চিতলমারী উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যপক প্রচার- প্রচারণা চলছে। স¤া¢ব্য প্রার্থীদের কর্মী সমর্থকরা ফেসবুকে ডিজিটাল কন্টেন্ট ও পত্রিকায় ছবি সংবলিত দোয়া ও আর্শীবাদ কামনা করছেন ভোটাদের কাছে।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৪,১১,১৮ ও ২৫ মে ৪৯৫ টি উপজেলায় ৪ ধাপে ভোট গ্রহন করা হবে । মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ইসি সচিব, মোঃ জাহাঙ্গীর আলম প্রেস ব্রিফিংএ, এ তথ্য জানান ।
তারই ধারা বাহিকতায় চিতলমারী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়াম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসাবে যাদের নাম শোনা যাচ্ছে, তারা হলেন।
বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান, অশোক কুমার বড়াল। তিনি তৃতীয় বারের মত উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়ে উপজেলার অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করতে আবারো ভোটারদের কাছে দোয়া ও আর্শীবাদ কামনা করেছেন।
একই পদে সম্ভাব্য প্রার্থী হিসাবে সকলের কাছে দোয়া ও আর্শীবাদ কামনা করছেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও শেরে বাংলা ডিগ্রি কলেজের সভাপতি পীযূষ কান্তি রায় এর কর্মী সমার্থকরা ।
এছাড়া সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসাবে প্রচারনায় যাদের নাম আসছে, তারা হলেন সাবেক উপজেলা আওয়ামী যুব লীগের সভাপতি ও সাবেক খুলনা সিটি কলেজের জি এস ও ভিপি, এ জে এম আলমগীর সিদ্দিকী। উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক যুবলীগ সাধারন সম্পাদক শেখ রাসেদ পুকুল। উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম রোকন উদ্দিন শেখের জেষ্ঠপুত্র চিতলমারী উপজেলা আওয়ামী যুব লীগের আহবায়ক শেখ নজরুল ইসলাম। উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তি যোদ্ধা মরহুম মল্লিক সিরাজুল হকের কন্যা চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি সুলতানা মল্লিক। বিশিষ্ঠ ব্যবসায়ী,সমাজ সেবক ও রাজনীতিক শেখ কামরুল হাসান।
অপর দিকে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন, বর্তমান উপজেলা ভাইস চেয়াম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক এস এম মাহাতাবুজ্জামান। সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ সাহেব আলী ফরাজী। উপজেলার চর বানিয়ারী ইউনিয়নের আওয়ামী যুব লীগের সভাপতি মিলন কান্তি বাড়ৈ এর সমর্থকরা ।
বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও যুব মহিলা লীগ সভানেত্রী, শিবানী বিশ^াস। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসাবে দোয়া ও আর্শীবাদ চেয়েছেন।

মোঃ একরামুল হক মুন্সী,

চিতলমারী(বাগেরহাট) প্রতিনিধি: