জাতীয়
  মানবাধিকার খবরের সাথে প্রতারণা ।। সায়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম কায়েদের বিরুদ্ধে জিডি
  06-01-2022

মানবকল্যাণে নিয়োজিত মানবাধিকার খবরের সাথে প্রতারণা করায় উক্ত পত্রিকার সম্পাদক ও প্রকাশক রোটারিয়ান মোঃ রিয়াজ উদ্দিন সায়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম সাইফুল ইসলাম কায়েদের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি সাধরণ ডায়েরি করেন। যার নং- ৮৮৪, তারিখ-১৩/১২/২০২১ নি¤েœ পাঠকদের উদ্দেশ্যে জিডির কপি হুবহু তুলে ধরা হলোঃ- বিনীত নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী মোঃ রিয়াজ উদ্দিন, পিতাঃ আবদুল হামিদ, সম্পাদক ও প্রকাশক, মাসিক মানবাধিকার খবর, ৫৩ মতিঝিল, মডার্ন ম্যানশন (৯ম তলা) ঢাকা। স্থায়ী ঠিকানা, গ্রাম: সহবৎকাঠি, থানা: কচুয়া, জেলা: বাগেরহাট। আপনাকে সদয় অবগতির জন্য জানাইতেছি যে, এ.কে.এম সাইফুল ইসলাম কায়েদ, পিতাঃ আলহাজ¦ এ.কে.এম সায়াকাতুল ইসলাম, সাং:- বাড়ি নং:- ১৯-২০, সড়ক নং:-১১৩/এ, থানা: গুলশান, জেলা: ঢাকা। স্থায়ী ঠিকানা, গ্রাম: রেজওয়ান নগর ভেলুপাড়া, থানা:-ঈশ্বরদী, জেলা:- পাবনা। মানবকল্যাণে নিয়োজিত মানবাধিকার পত্রিকার সাথে দীর্ঘদিন উপদেষ্টা হিসেবে নিয়োজিত ছিলেন। পরবর্তীতে গত নভেম্বর ২০২১ মাসের প্রথম দিকে পত্রিকায় সকল প্রকার সার্বিক সহযোগিতা করবেন বলে প্রধান সম্পাদক হিসেবে দ্বায়িত্ব নেয়। সে সুবাদে পত্রিকাটির বার্ষিক সাধারণ সভা, ১০ বছরে পদার্পণ ও ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়। উক্ত অনুষ্ঠানগুলি তার কোম্পানী সায়ান গ্রুপের স্পন্সর করে সকল ব্যয় বহন করবে বলে পত্রিকার কর্তৃপক্ষকে জানায়। সে মোতবেক ১০ ডিসেম্বর-২০২১ শুক্রবার বিকালে প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুম মানবাধিকার খবরের নামে বুকিং দেওয়া হয়। এর আগেও একই জায়গায় কয়েকটি বুকিং শিফটিং করা হয় । কিন্ত তার জন্য করা হয় নাই। অনুষ্ঠান পরিচালনা ও সোনরাগাঁও হোটেলের যাবতীয় খরচ বাবদ ৫০,০০,০০০/- (পঞ্চাশ লক্ষ টাকা) বাজেট করা হয়। বাজেটের সমুদয় টাকা তিনি দিবেন বলে বলেছিলেন। এছাড়া প্রধানমন্ত্রীসহ ১০টি বিষয়ে মানবাধিকার পুরষ্কার-২০২১ ঘোষণা করে। এজন্য ১০,০০,০০০/- (দশ লক্ষ টাকা) বাজেট করে, পরিশোধ করেন নাই। এজন্য গত ২১/১০/২০২১ তারিখে হোটেলের বুকিং মানি বাবদ ২ লক্ষ টাকা জমা দেয়। বাকী টাকা কয়েকটি চেকের মাধ্যমে পরিশোধ করে, যা ৩০ নভেম্বর-২০২১ এর মধ্যে পরিশোধ করার কথা ছিল। কিন্তু নির্দিষ্ট তারিখের মধ্য টাকা পরিশোধ না করে হোটেল কর্তৃপক্ষ ও আমার ক্ষতি সাধন করে। অনুষ্ঠানের ঠিক ৩ দিন আগে আমাকে অনুষ্ঠানটি ক্যান্সেল/শিফটিং করতে বলে। আমি শিফটিং করতে চাইলে হোটেল কর্তৃপক্ষ আমাকে নিয়ম অনুযায়ী ১২ লক্ষ টাকা ক্যান্সেল/শিফটিং চার্য বাবদ ৯ ডিসেম্বর ২০২১ তারিখের মধ্য পরিশোধ করার জন্য মেইল যোগে নোটিশ পাঠায়। তৎক্ষণাত আমি ঋণ করে হলেও পত্রিকার, আমার ও বিশিষ্ট অতিথিদের মান-সম্মান এবং সুনাম অক্ষুন্ন রাখতে অনুষ্ঠান চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেই। ১০ ডিসেম্বর হোটেল সোনারগাঁও এ নির্ধারিত সময়ে অনুষ্ঠান পরিচালিত হয়। আমি মোবাইলে এবং ম্যাসেজে বার বার বলার পরেও অনুষ্ঠানের স্পন্সরকারী সায়ান গ্রুপের এমডি এ.কে.এম সাইফুল ইসলাম কায়েদ সেখানে আসেননি এবং কোন খোঁজ খবরও নেননি। আজ ১৩ ডিসেম্বর ২০২১ সকাল আনুমানিক ১০টায় আমি আমার অফিস হইতে তার ০১৬৭৮-০১৬৬০৬ নাম্বারে ম্যাসেজ ও ফোন দিলে আর কোন টাকা পয়সা দিবেনা বলে জানায় এবং আমাকে দেখে নেবে বলে হুমকি দেয়। আমার সম্পাদিত পত্রিকা “মানবাধিকার খবর” ও আমার নাম ব্যবহার করে সে বিভিন্ন জায়গায়, ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে আমার মান-সম্মান ক্ষুন্ন করিয়াছে বলে জানতে পারি।