সম্পাদকীয়
  অবশ হাতে অনুভূতি ফিরে পাচ্ছেন ইউএনও ওয়াহিদা
  14-09-2020

মানবাধিকার খবর প্রতিবেদন  :
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম তার অবশ হয়ে যাওয়া ডান হাতের আঙ্গুলে অনুভূতি ফিরে পাচ্ছেন। এটা তার শারীরিক অবস্থার অনেক বড় উন্নতি বলে মনে করছেন চিকিৎসকরা। এ ব্যাপারে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালের অতিরিক্ত পরিচালক অধ্যাপক বদরুল আলম বলেন, ডান হাত এবং ডান পা অবশ হলেও ওয়াহিদা তার হাতের আঙ্গুল নড়াচড়া করতে পেরেছেন। এটা খুবই ভালো একটি দিক। তবে পুরোপুরি সুস্থ হতে বেশ সময় লাগবে। এখন ফিজিওথেরাপি চলছে।


তিনি আরও বলেন, অস্ত্রোপচারের পর জ্ঞান ফিরলে ওয়াহিদার স্মৃতিশক্তি স্বাভাবিক হতে থাকে। তিনি তার স্বামীকে চিনতে পেরেছেন। কথা বলছিলেন ধীরে ধীরে। হালকা খাবারও খাচ্ছেন।


প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে উপজেলা পরিষদ চত্বরে ইউএনওর সরকারি বাসভবনে ঢুকে হামলা করে দুর্বৃত্তরা। ভিতরে ঢুকে ভারী ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং আঘাত করে ইউএনও ওয়াহিদাকে গুরুতর আহত করে তারা। এ সময় মেয়েকে বাঁচাতে এলে বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে (৭০) জখম করে দুর্বৃত্তরা। পরে তারা অচেতন হয়ে পড়লে মৃত ভেবে হামলাকারীরা পালিয়ে যায়।


বর্তমান তিনি শেরেবাংলানগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন।