ইসলাম
  দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের আমন্ত্রণ জানাল
  10-10-2019

শেখ ফাতিমা বিনতে মোবারক আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা ২০১৯-এ অংশগ্রহণের জন্য বিশ্বের ১২০ দেশকে আমন্ত্রণ জানিয়ে দুবাই। ৪র্থ বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এ প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় শুধু নারীরাই অংশগ্রহণ করতে পারবে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক কুরআন অ্যাওয়ার্ড ইনস্টিটিউট বিশ্বের ১২০ দেশের নারীদের পবিত্র কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে। আগামী ২ নভেম্বর দুবাইতে এ প্রতিযোগিতা শুরু হবে।

সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উপদেষ্টা ইবরাহিম মুহাম্মাদ বুমিলহা বলেন, ‘শেখ ফাতিমা বিনতে মোবারক আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার চতুর্থ আয়োজন অনুষ্ঠিত হবে। গত তিন আসরে যথাক্রমে ৭২, ৭৬ ও ৭৫ দেশের প্রতিযোগিতার অংশগ্রহণ করেছেন।

তিনি বলেন, ‘এ প্রতিযোগিতায় তাজবিদে দক্ষ ও ২৫ বছরের কম বয়সী নারীরা অংশগ্রহণ করতে পারবেন।

প্রতিযোগিতার সময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত নারী প্রতিযোগিদের জন্য শিক্ষামূলক বিশেষ কোর্সও অনুষ্ঠিত হবে বলে জানান ইবরাহিম মুহাম্মাদ বুমিলহা।

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা কর্তৃপক্ষ এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শীর্ষ ৩ প্রতিযোগিকে ২৫০০০০, ২০০০০০, ১৫০০০০ দিরহাম পুরস্কার প্রদান করবে।