মানবাধিকার খবর প্রতিবেদন : মানবাধিকার খবর সম্পাদক ও প্রকাশক রোটারিয়ান মো ঃ রিয়াজ উদ্দিন “পিস সম্মান ২০১৯” পাচ্ছেন। ভারতের পশ্চিমবঙ্গ বর্ধমান জেলার সীমান্তপল্লী, রুপনারায়নপুরের পিস ওয়েলফেয়ার অর্গানইজেশন এই এ্যাওয়ার্ড প্রদান করবে। মানবাধিকার প্রতিষ্ঠা ও সমাজকর্মী হিসেবে তাকে এই এ্যাওয়ার্ড দেয়া হবে। রুপনারায়নপুরের পিস ওয়েলফেয়ার অর্গানইজেশসন এর সভাপতি শুভদীপ সেন স্বাক্ষরিত এক পত্রে মানবাধিকার খবর সম্পাদক রিয়াজ উদ্দিনকে বলা হয়, বারো মাসে তেরো পার্বনের এই বাংলার ঐতিহ্যকে ধরে রেখে, বাংলা ও বাঙালীর সবচেয়ে বড় উৎসব গুলির মধ্যে দূর্গাপুজা অন্যতম। উৎসবে মেতে থাকার আনন্দের চেয়ে ও অপার আনন্দ বুঝি নিরন্ন দুঃখী পথ শিশুদের মুখে একটু হাসি ফোঁটানো। যে কাজটি রুপনারায়নপুরের পিস ওয়েলফেয়ার অর্গানইজেশন নীরবে নিভৃতে করে চলেছে ২০১০ সাল থেকে। পিসের নবম বর্ষপুর্তি অনুষ্ঠান উপলক্ষে আগামী ২৮ শে সেপ্টেম্বর ২০১৯ মহালয়ার পুণ্য তিথিতে আগমনীর নব আনন্দ সবাই কে নিয়ে ভাগ করে নিতে এক সান্ধ্যকালীন গুনীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভিন্ন ধারার গুণী ব্যক্তিত্বদের মধ্যে আপনিও সামাজিক দায়বদ্ধতার যে নিদর্শন রেখেছেন তাই পিসের পক্ষ থেকে উক্ত দিনে আপনাকে “পিস সম্মান ২০১৯” প্রদান করে সম্মানিত করতে পারলে আমরা গর্ব অনুভব করবো। প্রসঙ্গত, মানবাধিকার খবর সম্পাদক মো ঃ রিয়াজ উদ্দিন দীর্ঘদিন ধরে দেশ-বিদেশে পাচার হয়ে যাওয়া নারী-শিশু উদ্ধারে কাজ করে আসছেন। এই সময়ের মধ্যে ভারতের পশিচমবঙ্গ, দিল্লীসহ বিভিন্ন রাজ্য থেকে অর্ধশতাধিক নারী-শিশু উদ্ধার করে তাদের পরিবারের হাতে তুলে দিয়েছেন। এছাড়াও তিনি সমাজকর্মী হিসেবে স্বাস্থ্য, শিক্ষা, ক্রিড়া, সাংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে যথেষ্ট অবদান রেখেছেন। অধিকার বঞ্চিত অসহায় মানুষের পাশে থেকে মানবিক কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি এর আগেও মানবাধিকার ও সমাজ সেবায় দেশÑবিদেশ থেকে অসংখ্য সম্মাননা পেয়েছেন।
|