বিশেষ প্রতিবেদন
  ছিন্নমূল ও অবহেলিত শিশুরা কি সমাজের অভিশাপ?
  27-05-2019

                                ছবিটি গত ২৫ মে কলাবাগান বাস স্টান্ড থেকে তোলা

 

মোঃ রিয়াজ উদ্দিন :  আদর, স্নেহ, ভালোবাসা জড়িয়ে থাকা কথাটির নাম শিশু। সেই শিশুরা আবার অনেক সময় টোকাই বা পিচ্চি নামে পরিচিত হয়। ওরা আর সব সাধারণ শিশুর মতো নয়। এ বয়সে ওদের কেউ মায়ের কোলে, কেউ স্কুলে থাকতে পারত। থাকতে পারত পরিবারের অটুট বন্ধনে। কিন্তু নিয়তির ফেরে এসব কিছুই পাওয়া হয় না ওদের। ওরা রাস্তায় ঘুমায়। পথে পথে ঘোরে। ক্ষুধার দায়ে রাস্তায়ই বেছে নেয় জীবিকার পথ। ওরা টোকাই, ওরা ছিন্নমূল পথশিশুমানুষগুলোর জন্য সচ্ছল প্রত্যেক মানুষ সাহায্যের হাত প্রসারিত করে মানবতার সেবা করবে বলে আশা করি।