বিশেষ ঘোষণা
  লেখা আহবান
  19-02-2019

মানবাধিকার বিষয়ক সৃজনশীল বাংলা মাসিক প্রকাশনা ‘মানবাধিকার খবর’ প্রথম থেকেই নিয়মিতভাবে প্রকাশনা অব্যাহত রেখেছে। এরইমধ্যে দেশ-বিদেশে বিভিন্ন স্তরের পাঠককূলের কাছে সমাদৃত ‘মানবাধিকার খবর’। পত্রিকাটি মানবাধিকার ও সমসাময়িক বিভিন্ন বিষয়ের ওপর আর্ট ও অফসেট কাগজে রঙিন ম্যাগাজিন আকারে প্রকাশিত হয়ে আসছে। এর প্রতিটি সংখ্যায় অধিকার বঞ্চিত অসহায় মানুষের কথা গুরুত্বের সাথে তুলে ধরা হয়। বিষয় ভিত্তিক সংবাদ পরিবেশনের পাশাপাশি পত্রিকার উদ্যোগে দেশ-বিদেশ থেকে নারী-শিশু উদ্ধার ও সামাজিক কর্মকান্ডে উল্লেখযোগ্য অবদান রাখছে।
আগামী ২৩ মার্চ ২০১৯, শনিবার, জাতীয় যাদুঘর মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে পালিত হবে মানবাধিকার খবর-এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ‘মার্চ ২০১৯’ পত্রিকাটি বর্ধিত কলেবরে বিশেষ সংখ্যা হিসেবে প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যারা নিয়মিত লেখালেখীর সঙ্গে যুক্ত আছেন তাদের কাছ থেকে সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকার বিশেষ সংখ্যার জন্য লেখা আহবান করছি। মানবাধিকার অথবা সমসাময়িক যে কোনো বিষয়ের ওপর লেখা আগামী ৫ মার্চেও মধ্যে
manabadhikarkhabar34@yahoo.com অথবা manabadhikarkhabar34@gmail.com
ই-মেল ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করছি।
সম্পাদক