শামীমা সুলতানা *****************
স্বাধীনতা আমি তোমাকেই ভালো বাসি। স্বাধীনতা আমি যে তোমাকে চাই, তাইতো তোমাকে হাজারো প্রশ্ন করে যাই, তবুও কেন তোমার উত্তর নাহি পাই ?
তুমি কার? তুমি কি আমার? নাকি সব জনতার ? না না তুমিতো আমার না, তুমিতো শুধুই এই বাংলার লাখো নরের, তুমি কেন আজও হতে পারোনি কোনো নারীর ?
নারীও তো দিয়েছিল সম্ভ্রম, এনেছিলো তোমায়, স্বাধীনতা, তুমি কি দিয়েছো কোন নারীকে তোমায় ? দিতে পারোনি এখনো, তাইতো নারীরা আজও বড্ড অসহায়। গুমরে গুমরে মরছে পুরুষের কোনঠাসায়।
ভাবছি এবার......... আর একবার নতুন করে আনবো তোমায়, ঘনিয়ে এসেছে যে সেই সময় , এবার বাহুতে আনবো বল নয়নে ঝরাবোনা আর বিন্দু জল ।।
|