মানব র্দুভোগ
  শ্যামনগর পল্লীতে কাল বৈশাখীর ঝড়ে বসত ঘর সহ ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি
  18-05-2018

রফিকুল ইসলাম, সাতক্ষীরা ॥
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নুরনগর এলাকায় কাল বৈশাখী ঝড়ের তান্ডবে বসত ঘর সহ ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। এলাকার প্রায় সর্বত্রই কম বেশী ক্ষতি হয়েছে বলে জানা গেছে। রাত্র ৯ টার দিকে শুরু হয়ে প্রায় ১ ঘন্টা যাবৎ ঘূর্ণিঝড় সহ বৃষ্টি হতে থাকে। এতে বসত ঘর, বোরো ধান, ছোট-বড় গাছ, কারেন্টের পোল সহ আমের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে এলাকাবাসি।
সরজমিনে জানা যায়, নুরনগরের বিভিন্ন এলাকা সহ মানিকপুর এলাকার প্রায় ২০/২৫ টি ঘরের চাল উড়ে গেছে। এ ছাড়া মানিকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে কারেন্টের পোল সহ একাধিক ঝড় ছোট-বড় গাছ উপড়ে পড়ে আছে।
মানিকপুর ৭নং ওয়ার্ড ইউপি সদস্য রবিউল ইসলাম বলেন, আমার নির্বাচনী এলাকায় গরীব-অসহায়দেও বসত ঘর ঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে, আমি নিজে তাদের তালিকা করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর জমা দিয়েছি।নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী সুবোল রক্ষিত তিনি ঝড় চলাকালিন সময়ে স্কুলের একটি গাছের ডাল ভেঙ্গে পড়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়েছেন বলে জানান।