অধিকারের প্রতিবেদন
  গৃহবধুর উপর হামলা নিরাপত্তাহীনতায় বাদী
  02-04-2018

॥ ফরিদুর রহমান শামীম, বাগেরহাট ॥
বাগেরহাটের কচুয়া নারীর প্রতি সহিংসতার ঘটনায় মামলায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। উল্টো মামলার আসামীদের অব্যাহত হুমকিতে নিরাপত্তাহীনতায় রয়েছে দরিদ্র পরিবারটি। মামলার এজাহার ও ক্ষতিগ্রস্থের পরিবার সুত্রে জানাগেছে, উপজেলার ভাষা গ্রামে রনজু শেখের ছেলে রেজাউল শেখ দীর্ঘদিন যাবত একই এলাকার আলম শেখের স্ত্রী রানী বেগমকে বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দিয়ে আসছিলো, এতে গৃহবধু রাজী না হওয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লম্পট রেজাউল শেখ গৃহবধুর বাড়ীতে ঢুকে লোহার রড দিয়ে রানী বেগমের মাথায় হত্যার উদ্দেশ্যে  আঘাত করে। হাত দিয়ে ঠেকাতে গিয়ে তার হাত ভেঙ্গে যায়।  তার সহযোগীরা ও একে একে পিটাতে থাকে। পরে গৃহবধুকে অচেতন অবস্থা এলাকাবাসি উদ্ধার করে কচুয়া হাসপাতালে ভর্তি করে। পুলিশ কোন  আসামীকে আটক করতে পারেনি। মামলার আসামীরা প্রভাবশালী ব্যাক্তিদের সহায়তায়  মামলা তুলে নিতে একের পর এক হুমকি অব্যাহত রেখেছেন।  পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।