ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দ্বিতীয় মেয়াদে পুনঃনিয়োগ পেয়েছেন মো. খলিলুর রহমান। তিনি আগামী ফেব্রুয়ারী থেকে আরও তিন বছরের জন্য নিয়োগ পান। অবিজ্ঞ এ ব্যাংকার ২০১৩ সালের অক্টোবরে এএমডি হিসেবে ন্যাশনাল হউিজিংয়ে যোগ দেন। তিনি বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রুতষ্ঠানে প্রয়ি ৩৮ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন ব্যাংকার। খলিলুর সহমান বাংলাদেশ শিল্প ব্যাংকে সিনিয়র অফিসার ( ফইন্যান্সিয়াল অ্যনালিস্ট), আইএফআইসি ব্যাংকে সিনিয়র এভিপি, সাউথইস্ট ব্যাংকে ভাইস প্রেসিডেন্ট, আইআইডিএফসিতে এএমডি ও বিআইএফসিতে এএমডি হিসেবে কর্মরত ছিলেন। অভিজ্ঞ এ কর্মকর্তা বর্তমানে বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যসোসিয়েশনের চেয়ারম্যান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন।
|