তথ্যপ্রযুক্তি ডেস্ক ::
‘বাংলা নলেজ গ্রাফ’ চালু করেছে মার্কিন টেক জায়ান্ট গুগল। এর ফলে এখন থেকে বাংলা বর্ণে বাংলা শব্দ লিখলেই গুগল খুঁজে এনে দেবে সেই শব্দের সঙ্গে যুক্ত যাবতীয় তথ্য। এছাড়া উইকিপিডিয়ার তথ্যগুলোও এখন গুগল সার্চে সহজে পাওয়া যাবে। সঙ্গে থাকবে বানান ঠিক করে দেয়া বা ‘স্পেল চেক’ সেবা।
বিশ্বের ৪১টি ভাষায় পাওয়া যায় ‘নলেজ গ্রাফ’। বিশ্ব জুড়ে ১০০ কোটিরও বেশি বিষয় গুগলের তথ্যভাণ্ডারে রয়েছে। সঙ্গে রয়েছে সে সম্পর্কে ৭০০০ কোটি তথ্য। এবার সেসব তথ্য বাংলা বর্ণেও চলে আসবে হাতের নাগালে।
গুগলের বাণিজ্যিক কৌশলে এর আগেও আঞ্চলিক ভাষা গুরুত্ব পেয়েছে। গত দশ বছর ধরে ভিডিও`র বাজারে রাজত্ব করেছে ইউটিউব। এ বার সেই বাজারে ভিড় জমতে শুরু করেছে। ভাগ বসাতে চাইছে নেটফ্লিক্স, অ্যামাজন ও ফেসবুক। এই প্রতিযোগিতায় এগিয়ে থাকতে ইউটিউব-এর বাজি আঞ্চলিক বাজার। আর,এ ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে বাংলা ভাষা।
মানবাধিকার খবর/মোশতাক রাইহান
|